পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 শ্রুতি । রাজা । সন্ন্যাসিনী । [ ৪র্থ অঙ্ক : কিন্তু সখি যৌবনের শ্যামল কাননে, ফুটেছে যে প্রেমপুষ্পকলি, যার আভা বিকশিত অধরে নয়নে সমস্ত শরীরে হৃদে, কেমনে লো সৌরভ তাহার রাখিবে ঢাকিয়া সরমের ক্ষুদ্র দুটি পল্লব আড়ালে! দেখিতেছ হৃদয়-দেবতা । প্রভু আমি যোগ্য নহি তোমার পূজার, নিৰ্ম্মাল্য কুসুম সম ত্যাগ কর মোরে। সে কি প্রিয়ে! বিবাহিত নারী তুমি মোর, সুখে ੋਂ অস্তরে বাহিরে জীবন মৃত্যুর সাখী অৰ্দ্ধাঙ্গরূপিণি! বল প্রভু বিবাহ কাহারে বলে ? জ্ঞানহীনা আমি, মন্ত্রহীন ক্রিয়াহীন সাক্ষ্যহীন যাহা, অথচ প্রাণে প্রাণে মৰ্ম্মে মৰ্ম্মে আত্মায় আত্মায় যেই প্রেম বিজড়িত হৃদয়ের নিভৃত নিলয়ে, স্বয়মিছু বন্দী হয়ে থাকা যেই প্রগাঢ় মিলনে ? তাহা কি বিবাহ নয়! বিবাহ কি বাহিরের অনুষ্ঠান শুধু,