এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
: সন্ন্যাসিনী । [ 8र्श अक्र با با উৰ্দ্ধমুখে যায় ছুটে জলদের পানে, নিৰ্দ্দয় নীরদ খুলিয়া হৃদয় উপহার দেয় তারে অশনি অনল । (কর পরিত্যাগ } ) (নেপথ্যে গীত। ) অবোধ বুঝে ন সে ত দিতে আসে ভালবাসা। বোঝার উপরে বোঝা সে যে গে৷ জীবননাশা। একে ভারে ভর তরী ; আরও ভারে ডুবে মরি, এই কি রে সহচরি ! তাহার মনের আশা ? রাজা। বুঝিয়াছি, যথেষ্ট হয়েছে ? নাহি দোষ তোমার রমণী, ভাঙ্গিয়াছে মোহনিদ্রা, ছুটেছে কুহক, মূৰ্খ আমি, রূপমোহে উন্মত্ত হইয়ে, গিয়েছিলু বাহুবলে লভিবারে নারীর প্রণয়। ধিক্ প্রেমভূষা! ধিক্ রমণীর মুখে!