এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মাধব । রাণী । মাধব । সন্ন্যাসিনী। [ 8र्थ अङ्क : চতুর্থ অঙ্ক। مجسمنان چنمینوس দ্বিতীয় দৃপ্ত। চিতোর রাজপ্রাসাদ ; রাণা কুম্ভ ও মাধবাচার্য্য। কেন সখা অসময়ে ডেকেছ কি হেতু, , রাজকাৰ্য্য ছাড়ি কেন একা এ নির্জন চিন্তার আগারে, উচ্ছৃঙ্খল কেশপাশ, বিষঃ গম্ভীর মুখ, উদাস হৃদয় ? ব’স সখে ! প্রয়োজন আছে। করিতেছি মনে, সমপিয়া রাজ্যভার মন্ত্রীর করেতে, যাব কিছু দিন তরে তীর্থপর্য্যটনে, কিবা করিব বিশ্রাম একা, শান্তিময় নিরজন আবুর শিখরে। (স্বগতঃ) আবার কি হল ? ধরিয়াছে আবু রোগে! (প্রকাশ্বে) বাচিলাম শুনে ; নহে কোন রাজ্যের উৎপাত ? কিন্তু কেন রাজ্য হেন ভারবোধ হইল আবার ? মিলেছে ত মনোমত অৰ্দ্ধাঙ্গরূপিনী ?