পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ग्न मूथ । ] রাণী । মাধব । বাণ । মাধব । রাণী । মাধব । রাণী । মাধব । সন্ন্যাসিনী । ৬৯ ই বিভবের জালে যদি ধরা দিত প্রেম, ধনুৰ্ব্বাণে বিদ্ধ যদি হইত পুরাণ, তা হলে প্রণয়ে পূর্ণিত হ’ত রাজার ভাণ্ডার ! a বিশ্বাস চির তোমাদের। টুটেছে বিশ্বাস, এবে ছুটেছে কুহক, রমণীর প্ৰেমত্বা গিয়াছে ঘুচিয়া! কে বুঢ়ালে নব রাজী না কি ? কাজ নাই সে কথায় আর। হায় মীরা ! ওকি হ’ল ? শাখা হতে শাখাস্তরে বুঝি, এত যে কি আছে ছাই নারীর প্রণয়ে, ঔদরিক মোরা কিছু বুঝিতে পারিনে। কাজ নাই বুঝে, আছ মুখে আম হ’তে তার ভুল নেই। রাজা হ’য়ে তবু দীন দরিদ্র ভিখারী পরের প্রাণের পানে চেয়ে বসে থাকা, ফোটে কি না ফোটে হাসি, দেখিতে, অধরে। না থাকিলে কাজ, ওই সবই হয়ে থাকে, কেন আমরা কি হাসিতে জানিনে ? আমি বলি গলা টিপে মেরে ফেল প্রেমে,