পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় দৃষ্ঠ । ] সন্ন্যাসিনী । 이S) চতুর্থ অঙ্ক। छुडीौग्न मृथ । সুন্দর দুর্গ, সন্ন্যাসীবেশে রত্নসিংহ। রত্নসিংহ। দিবসের পরে যাইছে দিবস, মাসের পরেতে মাস ; বৎসরের পরে কাটিল বৎসর, তবু তগেল না আশ! নয়নের জল শুকাল নয়নে, পড়ে ন দীরঘ শ্বাস, মরম নিভৃতে এখন তবুও জাগিয়া রয়েছে আশ, নীরব নিথর রজনীর বুকে জোছনা ঘুমাল হাসি, ফুটিল ঝরিল উদিল নিভিল তারকা কুসুম রাশি, হায়! কেবলি কেবলি এ ভাঙ্গা হৃদয়ে যাতনার গুরুভার, না নড়ে, না সরে, না ফোটে, না ঝরে, শোষুিছে শোণিতধার। হায়! আছে সে কেমন ভাবে, আর কি মনেতে ভাবে ? হইয়াছে রাজরাজেশ্বরী। মৃত্য গীত প্রমোদেতে আছে মগ্ন দিবারাতে, ভুলেছে কি এ প্রেম-ভিখারী। १