পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8र्थ भूश्च । । मन्नTांमिनी । ԳՏ শ্রুতি । ঝিম কিম করিতেছে তমিশ্র রজনী, মগন জগৎ ঘোর সুমুপ্তি সাগরে,

  • কদাচিৎ বাদুড়ের পক্ষশটি ধ্বনি,

উঠিয়া মিলায় পুনঃ কানন মাঝারে, প্রতিনিশি ওই গীত কে গায় আসিয়া ? • যেন তার হৃদিখানি কাদিয়া বেড়ায়, হায়! কঠিন রমণী হৃদি না যায় ফাটিয়া, কে জানে কেমন ভাবে আছে সে কোথায় ? হয় ত বা ভাবে মনে ভুলিয়াছি তারে, ভোগমুখে আছি মগ্ন রাজার আগারে, নহে নহে প্রিয়তম ! ভেবোনাক মনে, জীবনে মরণে নারী ভুলিতে না জানে। গীত । হয় এ হৃদয়জাল কত আর সহিব, এ দগ্ধ পরাণভার কত আর বহিব, আকুল ব্যাকুল দি আর যে গো সহে না, কেমন কঠিন হৃদি ফাটে ফাটে ফাটে না, কত ব্যথা হয় সদা উদিত যে মরমে, সজল সুনীল ੇ ভুলিব কি জনমে ? প্রেমের সমুদ্র হৃদি স্বমধুর মুখানি,