এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
११ शि ।। ] সন্ন্যাসিনী । brసి চতুর্থ অঙ্ক। সপ্তম দৃপ্ত। (মথুরা, যমুনাতটে ধীনে মগ্ন মীরা।) কিছুক্ষণ পরে উত্থান করিয়া । মীরা । হায়! কেন আজ প্রাণ এত হতেছে আকুল, নাহি পারিতেছি করিরারে মনঃস্থির। বার বার যাইতেছে ভাঙ্গিয়া ধেয়ান, দুরু দুরু ক’রে হিয়া উঠিছে কঁাপিয়া। এমন ত হয় নি কখন, কোথা হতে যেন এক অন্ধকারছায়া, আসিতেছে গ্রাস করিবারে মোরে। সন্ন্যাসিনী আমি ; হেন অশান্তির ভাব আসে কোথা হ’তে ? মায়া মোহ সুখ দুঃখ দেছি ভাসাইয়া, বহুদিন ছেড়েছি সংসার, এমন ত হয় নি কখন, আজ কেন পড়িতেছে মনে— সেই ঘর দ্বার লতাকুঞ্জ সহান্ত জানন ;