পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য b-bア কাব্যের উন্নতি সাধন করিতে পারেন। এইজন্য কবিকঙ্কণ যখন চণ্ডী লিখিলেন, তখন পূৰ্ব্ববৰ্ত্তী চণ্ডীগুলির লোপ পাইয়া গেল। খুব সুন্দর একখানি নূতন কাব্য হাতে পাইলে পাঠকের পূর্বের কবিদিগকে কেন মনে রাখিবেন ? এইভাবে বিজয়গুপ্ত ও কেতকাদাস —ক্ষেমানন্দের প্রভাবে কাণ হরিদত্ত প্রভৃতি কবির স্নান হইয়া লোপ পাইয়া গেলেন । সুতরাং যদিও হিন্দুধর্মের নব-জাগরণের পুৰ্ব্বে এই সকল কাব্যের অনেকগুলিরই খসড়া লেখা হইয়াছিল, কিন্তু তথাপি এখন আমরা সেই সকল বিষয় লইয়া যে সব উৎকৃষ্ট কাব্য পাইতেছি, তাহ পরের সময়ের লেখা, তাহাদের মধ্যে হিন্দুধর্মের নবজাগরণের চিহ্নই স্পষ্ট। কিন্তু এই সকল কাব্য ও কথা যে বহু প্রাচীন, তাহা সন তারিখ ও ভাষাগত প্রমাণের বাহুল্য না পাইলেও অন্যান্ত লক্ষণ দ্বারা আমরা বুঝিতে পারি। ব্রাহ্মণ্য বা নব-হিন্দুধর্মের প্রধান প্রমাণ—ব্রাহ্মণ দিগের মাহাত্ম্য প্রচার। কিন্তু ঐ সকল প্রাচীন কাব্য কথায় ব্রাহ্মণের পদ খুব গৌরবজনক নহে। চণ্ডী কাব্যে দেখা যায় ধনপতি সদাগর বাণিজ্য-বাস্ত্ৰ৷