পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ꮌ Ꮌ8 পূর্বে যে সকল কবির বিবরণ দেওয়া গেল, তাহার সংস্কৃত শব্দ দ্বারা বাঙ্গলা ভাষাকে সজ্জিত করিয়াছিলেন। এ বিষয়ে সকলের অপেক্ষ বেশী সফল হইয়াছিলেন ভারতচন্দ্র। ভারতচন্দ্র যেরূপ বিদ্যাসুন্দর লিখিয়াছিলেন, তাহার পূর্বে কবিবর রামপ্রসাদ সেনও একখানি বিদ্যাসুন্দর রচনা করেন। তিনিও অনেক ংস্কৃত শব্দের আমদানী করিয়া কাব্যখানি সাজাইয়া বাহির করিয়া ছিলেন, কিন্তু তাহার রচনায় বাঙ্গালার সঙ্গে সংস্কৃতের খাপ খায় নাই। ভারতের কবিতায় বাঙ্গাল ও সংস্কৃতের হরগৌরী মিলন হইয়াছিল, এমনটি বাঙ্গালী আর কোন কবি করিতে পারেন নাই, সংস্কৃতের বৃথা পাণ্ডিত্য না দেখাইতে যাইয়া যেখানে রামপ্রসাদ সরল বাঙ্গালায় প্রাণের কথা গানের ছন্দে লিখিয়াছেন, সেখানে তাহার কবিত্ব অতি আশ্চৰ্য্য হইয়া গিয়াছে। মাঠে মাঠে হালকাধে করিয়া চাষার সেই গান গাহিয়াছে, পুকুরঘাটে বউএর বাসন भाविाच् बनिद्रा शरख्द्र इङ्गैौब *न *न भएकब्र शब्रा ८बन भलिब्र। बाजाहेब्रो श्रृश्कर्र्छ अिहे नक्ण ब्रान श्राहिয়াছে, সাধু, জ্ঞানী, পণ্ডিত, কালীর মন্দিরের আঙ্গিনায়