পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'L মনসাদেবীর গান নামে এক মুসলমান বীর আসিয়া বাঙ্গালা দেশে যুদ্ধের জন্ত হাক দিলেন । বুড়ে বয়সে রাজা লক্ষ্মণসেন আর মুসলমানদের সঙ্গে ঝগড়া করিলেন না । তাহার রাজধানী ছিল নদীয়াতে । তিনি সে জায়গা ছাড়িয়া অন্যত্র চলিয়া গেলেন । , জয়দেবের গীত-গোবিন্দ সহজ ভাষায় লেখা হইলেও তাহা সংস্কৃত ভাষা । বাঙ্গালা ভাষায় তখন কেউ বই লিখিলে রাজসভার তার আদর হওয়া দূরের কথা— পণ্ডিতেরা তাহা ঘৃণা করিতেন । বাঙ্গালা ভাষা ছিল তখন ইতরের ভাষা—তাহার স্থান ছিল পাড়াগায়ে ছোটলোকদের মধ্যে এবং মেয়েদের মহলে । ১ । মনসাদেবীর গান। মেয়ের ও ছোট লোকের পূজা করিত মনসাদেবীকে ; পণ্ডিতেরা সেদিক দিয়া যাঙ্গতেন না । তথাপি পাড়াগায়ের অশিক্ষিত লোকেরা তাহাদের গ্রাম্য ভাষায় গান ৰাধিয়া মনসা দেবীর পূজার দালানে উৎসব আমোদ করিত, এই গানগুলির . Tম ছিল— “ভাসান গান।” যদিও গ্রাম্য ভাষায় এগুলি লিখিত