পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিতা 8 ছিল,—এই গানের মধ্যে তবুও খুব প্রাণের কথা থাকিত । কখন কখন এই গান শুনিয়া লোকেরা না কাদিয়া থাকিতে পারিত না । ভাসান গানে দুইজনের কথা খুব চমৎকার করিয়া লেখা আছে, একজনের নাম চাদ সদাগর । মনসা দেবী সমস্ত সাপের দেবতা। কিন্তু চাদ সদাগর ছিলেন শিবঠাকুরের ভক্ত, তিনি কিছুতেই মনসাদেবীকে পূজা কবিবেন না, এই ছিল তাঙ্গার পণ । এদিকে শিবের আজ্ঞা ছিল যে, চাদ সদাগর আগে পূজা না দিলে মনসাদেবীর পূজা জগতে প্রচারিত হইবে না। মনসাদেবী চাদ সদাগরকে পূজায় মত লওয়াইতে অনেক চেষ্টা করেন, কিন্তু চাদ কিছুতেই রাজি হইলেন ন। দেবী রাগিয়া গিয়া চাদের সখের বাগানটি সাপের বিষ দিয়া পোড়াইয়া দিলেন, তারপর একে একে সদাগরের ছয়ট পুত্রকে নিহত করিলেন । কিন্তু আরও চাদ উহাকে পূজা করিতে স্বীকার করিলেন না, গুহার একটা হেঁতাল কাঠের লাঠি ছিল, তিনি সেইটি । হাতে লইয়া দেবীকে মারিবার জন্য তাড়া করিয়া বাইতেন । একবার চাদ সাত ডিঙ্গ নানা বহুমূল্য