পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ(న চৈতন্যদেব বাঙ্গলাদেশে যে প্রেমের বন্যা বহাইয়া দিয়া গিয়াছেন, এ পর্য্যস্ত তাহার প্রবাহ সমান আবেগে চলিতেছে । চৈতন্যদেব ২৪ বৎসরে সন্ন্যাস গ্রহণ করেন, ৬ বৎসর উত্তর পশ্চিম ও দক্ষিণাত্যে পর্যটন করেন এবং ১৮ বৎসর পুরীতে বাস করেন। ইং১৫৩৩ সনে আষাঢ় মাসে রথের সময় সংকীৰ্ত্তনে নৃত্য করিতে করিতে অজ্ঞান হইয়। পডিয়া ইটে পায়ের একটা জায়গায় চোট লাগে তাহাতেই জর হইয়া তিনদিন পরে তিনি তিরোহিত হন ।