পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য । ४१• “রাই ভূমি নীল শাড়ী পর, তাহা হইলে রাত্রির আঁধারের সঙ্গে মিশিয়া যাইবে, কেহ তোমাকে দেখিলে চিনিতে পারিবে না। ধীরে ধীরে যাইবে নপুর, ছাড়িয়া চল ।” প্রভৃতি কথাগুলি গোপন ভাবে রাত্রিতে । লুকাইয় যাওয়ার পক্ষে খুবই সছুপদেশ । - কিন্তু অমস্তদাস নামক একজন কবি রাধার অভি. সারের কথা বর্ণনা করিতে যাইয়া বলিতেছেন “চৌদিকে রমণী সাজে । ডল্ফ রবার বাজে ।” রাই সঙ্গিনীদের লইয়। যাইতেছেন, তাহারা ডল্ফ ও রবাব বজাইয়া যাইতেছে। এ যেন পাড়া জাগাইয়া ৰাঙয়, এও কি অভিসার হয় ? কিন্তু অনন্তদাস যখন পদ লিখিতেছিলেন, তখন তাহার প্রাণে ছিল চৈতন্থ প্রস্তুর সংকীর্তনের ছবি। চৈতন্ত কৃষ্ণের উদ্দেশ্বে

ኧo