পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য S o o ও বীজগণিতের মর্শ উদ্ধার করিতে শিখিল। অবশু প্রাচীন ভারতে এ সকল জ্ঞান যথেষ্ট ছিল, কিন্তু মধ্যযুগে জনসাধারণ সে সমস্তই ভুলিয়া গিয়া দিদিমার কওয়া গল্পে বিশ্বাস করিয়া আসিতেছিল। তাহারা জাকাশে গ্রহ-নক্ষত্র সম্বন্ধে কত কি আজগুবী গল্প বলিয়। বাঙ্গলার শিশুদিগের জ্ঞানের পথ কীট। বন দিয়া আবৃত করিয়া রাখিয়াছিল। বাঙ্গলার সাধারণের ছেলেরা জানিত, চাদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, উহ। একটা বুড়ী,—চরকায় বসিয়া সূতা কাটিতেছে। তাহারা শিখিত, হনুমান সূৰ্য্যমণ্ডলটাকে র্কাখে করিয়া লুকাইয়া রাখিয়াছিল, এবং ব্রহ্ম শাপে সমুদ্রের জল লোনা হইয়া গিয়াছিল । এই কুসংস্কারের ঘোর অন্ধকার হইতে ইংরেজ পাঞ্জিরাই সর্ববপ্রথম বাঙ্গার জনসাধারণকে মুক্তি দিয়াছিলেন। ইহাদের মধ্যে কেরিই সৰ্ব্বশ্রেষ্ঠ,তিনি বাঙ্গালীকে বাজলা লিখিতে শিখাইলেন ; তিনি তাহার সহযোগী পাস্ত্রী এবং অপরাপর সাহেবদিগকে দিয়া বাঙ্গলার ইতিহাস, ভূগোল প্রভৃতি সমস্ত বিষয়ে বই লিখাইলেন । কেরির বাঙ্গালা লেখা সেকেলে অনেকের বাঙ্গালা