পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৯ বাঙ্গালা গদ্য ১৮২• হইতে ১৮৩৯ সনের মধ্যে যে সকল গদ্য লেখক পুস্তক লিখিয়াছিলেন, তাহাদের মধ্যে সর্বাপেক্ষ শ্রেষ্ঠ ব্যক্তি রাজা রামমোহন রায় । ইনি ফোর্ট উইলিয়াম কলেজের সাহেবদের নিকট কোনরূপ ঋণী নহেন। ইনি একাই ‘একশ’ ছিলেন। শুধু বাঙ্গল দেশে রামমোহন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন না, তখন র্তাহার সমকক্ষ ব্যক্তি পৃথিবীতে আর ছিল না । রাজা রাম মোহন রায় যখন বিলাতে যান, তখন ইউনিটিরিয়ান সভা ভঁাহাকে যেরূপ অভ্যর্থনা করিয়াছিল, তাহা আমাদের সমস্ত বাঙ্গালী জাতির গৌরব বিষয় । সভাপতি মহাশয় এই উপলক্ষে বলিয়াছিলেন, যে “আজ যদি সক্রেটিশ, নিউটন বা মিল্টন সশরীরে আমাদের নিকট উপস্থিত হইতেন, র্তাহাকে আমরা হৃদয় ঢালিয়া যেরূপ ভক্তি দিতাম, আপনাকে আমরা সেই ভক্তি দিতেছি । র্যাহারা দক্ষিণ গোলাৰ্দ্ধ সন্ধানে গিয়াছিলেন, তাহারা সৰ্ব্বপ্রথম “গোলডক্রস" নামক আশ্চৰ্য্য নক্ষত্রপুঞ্জ দেখিয়া যেরূপ বিস্ময় ও আনন্দে বিহ্বল হইয় পড়িয়াছিলেন, আমরা সেইরূপ আনন্দ ও বিস্ময়সহ আপনাকে ভক্তি দিতেছি ।” রামমোহন রায় পৃথিবীর Ş8