পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য २b আগে এই পুস্তক বিরচিত হয় । আরও অনেকগুলি চণ্ডীমঙ্গল প্রায় এই সময় লিখিত হইয়াছিল। কিন্তু সৰ্ব্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম ১৫৭৮–১৫৮৯ সনের মধ্যে তাহার কাব্য রচনা করিয়াছিলেন । মুকুন্দরামের বা ট্রী ছিল বৰ্দ্ধমান জেলার দামুস্তা গ্রামে । ইহঁর পিতামহের নাম ছিল জগন্নাথ, জগন্নাথের পুত্র হৃদয় মিশ্র । মুকুন্দরাম হৃদয় মিশ্রের পুত্র। আমাদের বাঙ্গালা দেশে যত কবি জন্মিয়াছেন, তাহাদের মধ্যে মুকুরাম একজন সৰ্ব্বাপেক্ষ বড় কবি । ইহার চওঁীকাব্যের অনেকাংশ সংস্কৃত কলেজের ভূতপূৰ্ব্ব প্রিন্সিপাল কাউএল সাহেব ইংরেজী পদ্যে অমুবাদ করিয়াছেন। কবিকঙ্কণ দরিদ্র ছিলেন, ইনি চাষ-বাস করিয়া জীবনযাত্র চালাইতেন । দামুন্যায় মামুদ শরিফ নামক একজন ডিহিদারের কড়া শাসনে কৰি পুত্র কন্যা সহ পলাইয়া মেদিনীপুর জেলায় আর ব্রাহ্মণ ভূমির রাজা বাঁকুড়া রায়ের শরণ লইলেন, এই রাজার পুত্র রঘুনাথ রায়কে তিনি পড়াইতে নিযুক্ত হইলেন। তিনি