পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ= সচাঁ । বাঙ্গলা ভাষাকে উজ্জ্বল ও গৌরবান্বিত করিতে যে অনন্যসাধারণ কৰ্ম্মবীর কৃতসংকল্প, যিনি মহাবিপ্লবের দিনে বঙ্গদেশের বিদায়োমূৰী ভারতীকে ‘তিষ্ঠ' বলিয়া তাহার গতি অবরোধ করিয়াছেন, সেই অদ্বিতীয় প্রতিভাশালী বঙ্গদেশের—বঙ্গ-সমাজের মুকুটমণি ৷ স্তার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের শ্ৰীকর-কমলে এই ক্ষুদ্র পুস্তকখানি । ভক্তির চিহ্নস্বরূপ উপহৃত হইল।