পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ প্রবন্ধ । సి) (১) আধিদৈবিক উপাসনায় ঈশ্বর রূপ-রল-গন্ধ-স্পর্শ-শব্দ-বিহীন কিন্তু স্বষ্টি-স্থিতি-লয় কর্তৃত্ব, অন্তর্যামিত্ব, নিয়ন্থত্ব চেতন, দয়া, প্রেম প্রভৃতি মানসিক গুণযুক্ত এবং দর্শন শ্রবণ প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় শক্তিসম্পন্ন ভাবে উপাসিত হন। (২) আধিভৌতিক উপাসনায় উপরিউক্ত গুণসমূহ ঈশ্বরে আরোপ করা ব্যতীত তাহাতে ভৌতিক রূপ-রস-গন্ধ-স্পৰ্শ-শব্দ-গুণ ও অধ্যস্ত হয়। আধিভৌতিক উপাসকগণ বলেন যে ঈশ্বর চিন্ময় ও অরূপ হইলেও উপাসকগণের প্রতি অনুগ্রহার্থ তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করিয়া থাকেন। স্মৃতিতে আছে—ছে নারদ ! তুমি আমার যে রূপ দেখিতেছ ইহা আমি মায়ার দ্বারা স্বষ্টি করিয়াছি। এইরূপ সৰ্ব্বভূত গুণযুক্ত। আমার স্বরূপভাব তোমার ইক্রিয়গম্য নহে। বাস্তবিক ব্রহ্মের আধিদৈবিক ও আধিভৌতিক উভয় ভাবই মায়াময় উপাধিযুক্ত। নিরস্ত সৰ্ব্ব বিশেষণ অশব্দ অম্পর্শ অরূপ অরস অগন্ধ অবিদ্যারহিত অব্যয় চিন্ময় ভাবই ব্রহ্মের স্বরূপ ভাব।

  • 喇泰戈喇町