পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ প্রবন্ধ । Ꮌ☾ দিকে কোন প্রকারে আপন মন ও বুদ্ধি ফিরাইতে পারে সেই উদ্দেশ্যেই শাস্ত্র দেব দেবীর উপাসনা কল্পনা করিয়াছেন। শাস্ত্রের এই উদ্দেশ্য বুঝাইবার জন্তই বৃহদারণ্যকোপনিষদে শাকল্য যাজ্ঞবল্ক্য সংবাদের অবতারণা করা হইয়াছে। শকল গোত্রোদ্ভব বিদগ্ধ নামক ঋষি যাজ্ঞবল্ক্য ঋষিকে জিজ্ঞাসা করিয়াছিলেন দেবতার সংখ্যা কত ? যাজ্ঞবল্ক্য ঋষি বৈশ্বদেব প্রকরণের নিবিদ নামক দেবতা সংখ্যাবাচক বাক্য অবলম্বন পূর্বক বলিলেন, বৈশ্বদেৰ প্রকরণের নিৰিদ্ৰ বাক্যে দেবগণের সংথ্যা ৩৩০৬ তিন সহস্র তিন শত ছয় বলিয়। উক্ত আছে। তখন শাকল্য বলিলেন, তুমি যাহা বলিলে তাহা সত্য বটে। কিন্তু দেবগণের সংখ্যা সঙ্কোচ করা যায় কি না ? যাজ্ঞবল্ক্য বলিলেন, ই, দেবগণের সংখ্যা একত্রিংশৎ বলা যায়। তখন শাকল্য বলিলেন, তোমার উত্তর ঠিক হইয়াছে, কিন্তু দেবতাদিগের সংখ্যা আরও সঙ্কোচ করা যায় কি না ? যাজ্ঞবল্ক্য বলিলেন ই, দেবগণের সংখ্যা ছয় বলা যায়। শাকল্য বলিলেন, যথার্থ উত্তর হইয়াছে, কিন্তু দেবগণের সংখ্যা আরও সঙ্কুচিত করা যায় কি না ? যাজ্ঞবল্ক্য বলিলেন, ই, দেবগণের সংখ্যা তিন বলা যায়। শাকল্য বলিলেন, তোমার বাক্য সত্য, কিন্তু দেবগণের সংখ্যা আরও সঙ্কোচ করা যায় কি না ? যাজ্ঞবল্ক্য বলিলেন, হঁ. দেবগণের সংখ্যা দুই বলা যায়। তখন শাকল্য বলিলেন, ইহা ঠিক কিন্তু দেবগণের সংখ্যা আরও সঙ্কোচ করা যায় কি না ? যাজ্ঞবল্ক্য বলিলেন, ই, দেবগণের সংখ্যা অধ্যন্ধ অথবা দেড় বলা যায়। শাকল্য বলিলেন, যথার্থ উত্তর হইয়াছে, কিন্তু দেবগণের সংখ্যা আরও সঙ্কোচ করা যায় কি না ? বাজ্ঞবল্ক্য বলিলেন, হা দেবগণের সংখ্যা এক বলা যায়। শাকল্য তখন যাজ্ঞবন্ধ্যের উত্তর অনুমোদন করিয়া বলিলেন, এক্ষণে ৩৩৯৬ সংখ্যক দেবগণের বিশেষ বিবরণ বল। যাজ্ঞবল্ক্য বলিলেন, দেবগণের সংখ্যা বাস্তবিক ৩৩ কিন্তু ইহঁাদের মহিমা বা ভিন্ন ভিন্ন বিভূতিগণকে ভিন্ন ভিন্ন দেবতা কল্পনা করা হেতু দেবতার সংখ্যা ৩৩.৬ বলা যায়। শাকল্য বলিলেন, ভাল, ৩৩ দেবতার বিশেষ বিবরণ বল । ধাজ্ঞবল্ক্য বলিলেন, অষ্টবস্থ, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এই একত্রিংশং