পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミe সরল বেদান্ত দর্শন । বেদাধ্যয়ন, যজ্ঞ, তপস্যা ও দানের ষে সকল পুণ্যফল কৰ্ম্মকাণ্ডে উক্ত আছে, জ্ঞানমার্গাবলম্বী তাহার অধিক ফল লাভ করেন ; তাহার অবিদ্যা ক্রমশ: লোপ পায় ; এবং অবশেষে তিনি ব্রহ্মনিৰ্ব্বাণ প্রাপ্ত হন। উপরে উদ্ধৃত শ্রুতি ও স্মৃতিবাক্য সমূহ দ্বারা প্রতিপন্ন হইল যে (১) বাগাদি কৰ্ম্ম দ্বারাও অত্যন্তচুঃখনিবৃত্তিরূপ পরম পুরুষাৰ্থ লাভ করা যায় না, (২) ব্ৰহ্মজ্ঞানই অত্যন্তচুঃখনিবৃত্তির একমাত্র উপায় এবং (৩) ব্ৰহ্মজ্ঞান লাভের চেষ্টা করাই মুমুক্ষুগণের একমাত্র কর্তব্য। মুতরাং “অতঃ” শব্দের দ্বারা এই বুঝাইতেছে যে, যেহেতু লৌকিক-উপায় সাধ্য এবং যাগাদি কৰ্ম্ম-নিম্পাদ্য ঐহিক ও পারলৌকিক ফল অনিত্য এবং কেবল একমাত্র ব্ৰহ্মজ্ঞানই অবিদ্যানাশক হইয়া সমস্ত কষ্ট হইতে মনুষ্যকে মুক্ত করে, অতএব শম দমাদি সাধনযুক্ত হইয়া মনুষ্য ব্রহ্মকে জানিতে ইচ্ছা করিবে। ബ=rബ