পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 সরল বেদান্ত দর্শন । এই দেহে থাকিতে থাকিতে সাধক যদি ব্রহ্মের অপরোক্ষ জ্ঞান লাভ করিতে সমর্থ হন তাহা হইলে সাধক কৃতাৰ্থ হন। যতকাল না অপরোক্ষ ব্ৰহ্মজ্ঞান হয় ততকাল জীবকে বারম্বার জন্ম মৃত্যু পরিগ্রহ করিতে হয়। যাহারা এই তথ্য হৃদয়ঙ্গম করিতে পারেন তাহারা মুক্তির জন্য শাস্ত্রপ্রদশিত উপায় অৰলম্বন করেন এবং ক্রমশঃ মোক্ষ প্রাপ্ত হন। যাহার এই তথ্য জানে না তাহারা সত্য মার্গ না পাইয়া জন্ম মরণাদি দুঃখ ভোগ করিতে থাকে। ঈশ্বরের আদেশ প্রতিপালন দ্বারা যখন জীব ঈশ্বরের অনুগ্রহ লাভ করিতে সক্ষম হয় তখন কোন পরম কারুণিক আচাৰ্য্য উক্ত জীবের সম্মুখে প্রাদুর্ভূত হন। সেই আচার্য্যের উপদেশ পাইয়া জীব মুক্তির জন্ত শাস্ত্রোক্ত মার্গ অবলম্বন করেন ; এবং তপস্যা দ্বারা ব্রহ্মের যথার্থ তত্ত্ব অপরোক্ষ ভাবে অবগত হন। স্বগত-স্বজাতীয়-বিজাতীয়-ভেদ-রহিত চিন্ময় ব্রহ্মের অপরোক্ষ জ্ঞান হইলে ব্ৰহ্ম হইতে আমি ভিন্ন এইরূপ ভেদ জ্ঞান সাধকের চিত্তে আর থাকিতে পারে না এবং সাধক ব্রহ্মনিৰ্ব্বাণ প্রাপ্ত হন। س-سه بعدع =