পাতা:সরোজিনী নাটক.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె& সরোজিনী নাটক । সরোজিনী। না রাজকুমার, তাকে ওরূপ বলবেন না। তিনি কখনই রক্তপিপাস্তু পিশাচ নন, তিনি আমার স্নেহময় পিতা। বিজয়। কি রাজকুমারি! এখনও তুমি তার স্নেহের কথা ব’ল্‌চ ?—এখনও তাকে তোমার পিতা বলতে ইচ্ছা হয় ? না— এখন আর তিনি তোমার স্নেহময় পিতা নন, এখন তিনি তোমার করাল কৃতাস্ত । সরোজিনী! না-রাজকুমার ! এখনও তিনি আমার পিতা, সেই পিতাকে আমি ভাল বাসি, তাকে আমি দেবতার দ্যায় শ্রদ্ধা করি,—তিনিও আমাকে ভাল বাসেন, আমার উপরে তার স্নেহ সমানই আছে। রাজকুমার! তাকে কিছু ব’ল্বেন না। তাকে কোন রূঢ় কথা ব'লে আমার হৃদয়ে যেন শত শেল বিদ্ধ হয়। বিজয় । আর, আমি যে এত অবমানিত হলেম, তাতে তোমার হৃদয়ে কি একটী শেলও বিদ্ধ হ’ল না ? এই কি ভোমার অনুরাগের পরিচয় ? সরোজিনী। (ক্ৰন্দন করিতে করিতে) রাজকুমার! আমাকে কেন এরূপ নিষ্ঠুর কথা বলচেন ? অনুরাগের পরিচয় কি এখনও পান নি ? এখনও কি ভার পরিচয় দিতে হবে ? হা —আমার সম্মুখে আমার পিতার কত ছুনাম ক'ল্লেন, তাকে কত তিরস্কার ক’ল্লেন, কত ভৎসনা ক'ল্লেন,—অদ্য হলে যা আমি কখনই সহ কত্তেম ন,—কিন্তু কুমার বিজয়সিংহের মুখ থেকে বেরুচ্চে বলে তাও আমি সহ ক’ল্লেম,--এতেও কি আমার অনুরাগের পরিচয় পান নি ?