झुठौश अक्ष । સ્વ ઉદ বিজয়। না-রাজকুমারি! আমি সে কথা বলুচিনে,-তুমি কেঁদ না। আমার বল্বার অভিপ্রায় এই—যে ব্যক্তি এরূপ নিষ্ঠুর কাজ ক’ত্তে পারে, সে কি পিতা নামের যোগ্য ?—যে আমাকে এইরূপ প্রভারণা ক’লে, তাকে কি আর এক মুহূর্তের জন্যেও আমি ভক্তি ক’ত্তে পারি ? সরোজিনী। রাজকুমার! এ কথা কতদূর সত্যি তা না জেনেই কি তাকে একেবারে দোষী করা উচিত ? একে ভো নানা ভাবন৷ চিন্তায় তার হৃদয় জর্জরিত হচ্চে, তাতে আবার যদি তিনি জানতে পারেন যে, আপনি তাকে অকারণে ঘৃণা করেন, তা হ’লে কি আর র্তার দুঃখ রাখবার স্থান থাকবে ? রাজকুমার! আমি বলুচি, তিনি কখনই আপনাকে প্রতারণা করেন নি। বরং এ বিষয় তাকে জিজ্ঞাসা করুন, লোকের কথায় হঠাৎ কখনই বিশ্বাস করবেন না। বিজয়। কি আশ্চৰ্য্য !—রাজকুমারি । রামদাসের কথাতেও কি ভোমার বিশ্বাস হ’ল না ? (রাজমহিষী ও র্তাহার সহচরী অমলার প্রবেশ । ) মহিষী। সৰ্ব্বনাশ হয়েছে –সৰ্ব্বনাশ হয়েছে।—রামদাসের কথা একটুও মিথ্যা নয় ; বিজয়সিংহ! বাছা, তুমি এখন না বাচালে আর রক্ষে নেই। মহারাজ আমাকে কিছুতেই দেখা দিলেন না-মন্দিরের চার দিকে সব অস্ত্রধারী রক্ষক রেখে দিয়েছেন, তারা আমায় মন্দিরের মধ্যে যেতে দিলে না।
পাতা:সরোজিনী নাটক.djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।