পাতা:সরোজিনী নাটক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిW) সরোজিনী নাটক। বিজয় । আচ্ছ, দেবি ! আমিই মহারাজের সহিত এখনি সাক্ষাৎ কচ্চি—দেখি তারা আমাকে কেমন করে আটকায় । (অসি খুলিয়া গমনোদ্যত ) সরোজিনী। রাজকুমার! যাবেন না, যাবেন না—একটু অপেক্ষা করুন । বিজয় (ফিরিয়া আসিয়া) রাজকুমারি! আমাকে নিবারণ ক'র না—এরূপ অন্যায় অনুরোধ করা তোমার অনুচিত। মহিষী। বাছা, তুই বলিস্ কি ? এখন কি অপেক্ষা করবার আর সময় আছে ? (বিজয়সিংহের প্রতি) না বাছা তুমি এখনি যাও, ওর কথা শুনো না । সরোজিনী। রাজকুমার! একটু অপেক্ষা করুন—ম!! আমার কথা শোন, রাজকুমারকে সেখানে কখনই যেতে দিও না । পিতার উপর ওর এখন অত্যন্ত রাগ হয়েছে, এখন সেখানে গেলেই একটা বিপদ ঘটবে ; আমার পিতা যেরূপ অভিমানী, তাতে তিনি কঠোর কথা কখনই সহ ক’ত্তে পারবেন না । ( বিজয়সিংহের প্রতি ) রাজকুমার! আপনি অত ব্যস্ত হবেন না, আমার সেখানে যেতে বিলম্ব হ’লে আপনা হতেই তিনি এখানে আসবেন—এসে যখন দেখবেন, মার্কাদচেন, তখন কি তার মনে একটুও দয়া হবে না ? বিজয় । কি রাজকুমারি! এখনও তুমি তার দয়ার উপর বিশ্বাস ক'রে আছ ? (রাজমহিষীর প্রতি) দেবি ! আপনি রাজকুমারীকে সুপরামর্শ দিন, নচেৎ আমাদের কারও মঙ্গল নাই। এখানে বাক্য