এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় অঙ্ক । ৯৭ ব্যয় ক'রে সময় নষ্ট করা বৃথা, আমি চল্লেম ; এখন আর কথার সময় নেই, এখন কাজের সময় উপস্থিত। মহিষী। যাও বাছা তুমি এখনি যাও—ও ছেলে মানুষের কথায় কান দিও না । বিজয়সিংহ। দেবি ! আমি রাজকুমারীর জীবন রক্ষার সমস্ত উদ্যোগ করিগে, আপনি নিশ্চিন্ত হ’ল—আপনার কোন ভয় নেই ; এ আপনি বেশ জানবেন যে, যতক্ষণ পর্য্যন্ত আমার দেহে প্রাণ থাকৃবে, ততক্ষণ দেবতারাও যদি রাজকুমারীর মৃত্যু ইচ্ছা করে থাকেন, তাও ব্যর্থ হবে । আমি চল্লেম। ( বিজয়সিংহের প্রস্থান। ) সরোজিনী। মা ! তুমি কেন রাজকুমারকে যেতে দিলে ?— পিতাকে যদি তিনি কিছু বলেন, তা, হ’লে মহিষী। আয় বাছ আয়, ( যাইতে যাইতে ) সে পাষণ্ডের কথা আর আমার কাছে বলিস্ নে । সরোজিনী। কি—ম!--তুমিও তাকে পাষণ্ড ব'লুচ ? ( সকলের প্রস্থান । ) তৃতীয় অঙ্ক সমাপ্ত।