পাতা:সরোজিনী নাটক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°3; r. A *, * -- - بی ن . * ټsيr٠ییپيچs5س * চতুৰ্থ অঙ্ক। প্রথম গর্ভাস্ক । শিবির-সন্নিহিত উদ্যান । ( রোষেনারা ও মোনিয়ার প্রবেশ । মোনিয়া। সখি! তুমি যে তখন বলুছিলে যে, সরোজিনীর শীঘ্রই একটা বিপদ হবে, তা দেখুচি সত্যই ঘটুল। আর এক ঘন্টার মধ্যেই শুনচি তার বলিদান হবে। রোষেনারা। তুমি কি ভাই মনে ক’চ্চ, তার মৃত্যু ঘটবে ? বলিদানের সমস্ত উদ্যোগ হয়েছে সত্যি, কিন্তু সখি ! এখনও বিশ্বাস নেই। যখন রাজমহিষী বৎস-হারা গাভীর মত বিহবলা হয়ে চীৎকার কত্তে থাকবেন, যখন সরোজিনী আৰ্ত্তস্বরে কাতে থাকবে,—যখন বিজয়সিংহ ক্ৰোধে গর্জন ক’ত্তে থাকবেন, তখন কি ভাই, লক্ষ্মণসিংহের মন বিচলিত হবে না ? না সখি ! বিধাতা সরোজিনীর কপালে মৃত্যু লেখেন নি—সে আশা বৃথা। আমার কেবল যন্ত্রণাই সার-জার কারও অদৃষ্ট মন্দ নয়—কেবল বিধাতা আমাকেই হতভাগিনী করেছেন ।