> ૭ ૭ সরোজিনী নাটক । সরোজিনী। পিতঃ ! আপনার অনিষ্ট প্রাণ থাকৃতে কখনই আমি দেখতে পারব না—আমার জীবন রক্ষণ ক’রে যে আপনাকে আমি বিপদগ্ৰস্ত করব, তা আপনি কখনই মনে করবেন না ; (মহিষীর প্রতি ) মা ! তুমি পিতাকে তিরস্কার কার ন—ওর দোষ কি ? যখন দেবী চতুভূজ। এইরূপ আদেশ করেছেন, তখন আর উনি— মহিষী। বাছা! তুইও ঐ কথায় মত দিচ্চিস্ ? দেবী চতুভুজ কি এরূপ আদেশ করেছেন ?—কখনই না । ওর সেনাপতিরাই ও কে এই পরামর্শ দিয়েছে,—আর পাছে ও’র রাজ্য তারা কেড়ে স্যায়, এই ভয়েই উনি এখন কঁপিচেন । লক্ষ্মণ । দেখ বৎসে ! কোন বংশে তোমার জন্ম, এই সময়ে তার পরিচয় দেও ; যে দেবতারা নিৰ্দ্দয় হয়ে তোমার মৃত্যু আদেশ করেছেন, অকুতোভয়ে মৃত্যুকে আলিঙ্গন ক’রে তাদের লজ্জা দেও ; যে রাজপুতগণ ভোমার বলিদানের জন্য এত ব্যগ্র হয়েছে, তারাও জানুকৃ যে বাপ্পারাওর বীর-রক্ত ভোমার শিরে শিরে বহমান আছে। মহিষী। মহারাজ ! আপনি এই নিষ্ঠুর আচরণে সেই পরম পূজনীয় বাপ্পারাও বংশের উপযুক্ত পরিচয়ই দিচ্চেন বটে ! দুহিতাঘাতী পাষণ্ড! তোমার আর কিছুই বাকি নেই—তোমার আর কিছুই অসাধ্য নেই,—এখন কেবল আমাকে বধ ক'ল্লেই তোমার সকল মনস্কামনা পূর্ণ হয়। নৃশংস ! নিষ্ঠব । এই কি তোমার শুভ যজ্ঞের
পাতা:সরোজিনী নাটক.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।