পাতা:সরোজিনী নাটক.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ృంసి মহিষী। অায় বাছ আয়, উনি আর এখন তোর পিত৯ নন । (সরোজিনীর হস্ত আকর্ষণ পূৰ্ব্বক রাজমহিষীর প্রস্থান । ) লক্ষ্মণ । ঐ সিংহীর তীব্র ভৎসনা ও হৃদয়-বিদারক আর্তনাদই আমি এতক্ষণ ভয় কচ্ছিলেম । আমি তো একেই উন্মত্ত-প্রায় হয়েছি, ভাতে আবার মহিষীর গঞ্জনা ও সরোজিনীর অটল ভক্তি ;–ওঃ—আর সহ্য হয় না মাতঃ চতুভূজে ! তুমি এরূপ নিষ্ঠুর কঠোর আদেশ প্রদান ক’রে এখনও কেন অামাতে পিতার কোমল হৃদয় রেখেছ ? আমা দ্বারা যদি তোমার আদেশ প্রতিপালিত হবায় ইচ্ছা থাকে ত৷ হলে এরূপ হৃদয় আমার দেহ হতে এখনি উৎপাটত, উন্মলিত ক’রে ফ্যাল । ( বিজয়সিংহের প্রবেশ । ) বিজয়। মহারাজ ! আজ একটা অদ্ভুত জনশ্রুতি আমার কর্ণ গোচর হ’ল । সে কথা এত ভয়ানক যে তা ব’ল্তেও আমার আপাদ মস্তক কণ্টকিত হয়ে উটছে। আপনার অনুমতিক্রমে— আজ নাকি—সরোজিনীর—বলিদান হ’বে ? আপনি নাকি আজ স্নেহ মায়া মনুষ্যত্ব সমস্তই জলাঞ্জলি দিয়ে বলিদানের জন্য ভৈরবা চার্য্যের হস্তে তাকে সমর্পণ কত্তে যাচ্চেন ? আমার সহিত বিবাহ হবে এই ছল ক’রে না কি আজ তাকে মন্দিরের মধ্যে নিয়ে যাবেন ?—এ কথা কি সত্য ?—এ বিষয়ে মহারাজের বক্তব্য কি ? লক্ষ্মণ। বিজয়সিংহ ! আমার কি সংকল্প-আমার কি মনোগত