» সরোজিনী নাটক । অভিপ্রায়, তা আমি সকল সময় সকলের কাছে প্রকাশ করতে বাধ্য নই। আমার আদেশ কি, সরোজিনী এখনও তা জানে না ; যখন উপযুক্ত সময় উপস্থিত হবে, তখন আমি তাকে জ্ঞাপন করব ; তখন তুমিও জানতে পারবে, সমস্ত সৈন্তগণও জানতে পারবে। বিজয় । আপনি যা আদেশ করবেন, তা আমার জানতে বড় বাকি নাই । লক্ষ্মণ । যদি জানতেই পেরেছ, তবে আর কেন জিজ্ঞাসা কচ্চ ? বিজয় । কেন আমি জিজ্ঞাস কচি ?—আপনি কি মনে করেন, আপনার এই জঘন্য সঙ্কল্পের অনুমোদন ক’রে, আমার চক্ষের উপর সরোজিনীকে আমি বলি দিতে দেব ? না—ত কখনই মনে করবেন না। আপনি বেশ জানবেন, আমার অনুরাগ—আমার প্রেম, অক্ষয় কবচ হয়ে তাকে চিরদিন রক্ষা করবে। লক্ষ্মণ। দেখ, বিজয়! তোমার কথার ভাবে বোধ হচ্চে, ভূমি আমাকে ভয় দেখাতে চেষ্টা কষ্ট-জান কার সঙ্গে তুমি কথা ক’চ্চ ? বিজয় । আপনি জানেন কার প্রাণ বধ কত্তে আপনি উদ্যত হয়েছেন ? লক্ষ্মণ । আমার পরিবারের মধ্যে কি হ’চ্চে না হ'চ্চে, তাহাতে তোমার হস্তক্ষেপ করবার কিছুমাত্র প্রয়োজন করে না। আমার কস্তার প্রতি আমি যেরূপ আচরণ করি না কেন, তোমার তাতে কথা, কবার অধিকার নাই । বিজয় । না মহারাজ, এখন আর সরোজিনী আপনার নয়।
পাতা:সরোজিনী নাটক.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।