পাতা:সরোজিনী নাটক.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や সরোজিনী নাটক । আর দেখ মহিযি! সরোজিনীকে বেশ করে লুকিয়ে নিয়ে যাও, শিবিরের সমস্ত সৈন্যেরা যেন এইরূপ মনে করে যে, সরোজিনীকে এখানে রেখে কেবল তোমরাই ফিরে যাচ্চ—পলাও, পলাও, আর বিলম্ব ক'র ন—রক্ষকগণ ! মহিষীর অনুগামী হও । রক্ষক। যে আজ্ঞা মহারাজ । মহিষী। মহারাজ ! আপনার এই আদেশে পুনর্বার জামার দেহে যেন প্রাণ এল। (সরোজিনীর প্রতি) আয় বাছ ! আমর এখান থেকে এখনি পলায়ন করি । সরোজিনী । (স্বগত) হা! এখন ভার জামার বেঁচে থেকে সুখ কি ? যাকে আমি এক মুহূর্তের জন্যে বিস্তৃত হতে পারিনে, তাকে জন্মের মত বিস্তৃত হ'তে পিতা জানায় আদেশ কচোন! এখন প্রাণ থাকৃতে কি ক’রে তাকে বিস্তৃত হই । পিতৃ-আজ্ঞাই বা কি ক'রে পালন করি ? আবাব দেবী চতুভূজা আমার জীবন চাচ্চেন, আমার বলিদানের উপর চিতোরের কল্যাণ নির্ভর কচ্চে, এ জেনে শুনেও বা কি ক’রে এখান থেকে পলায়ন করি ? আমার বলিদান হ'লেই এখন সকল দিক্ রক্ষা হয়,-কিন্তু পিতা সে পথও বন্ধ ক’রে দিচ্চেন। হা — · লক্ষ্মণ । ভৈরবাচাৰ্য্য না টের পেতে পেতে ভোমরা পলায়ন কর, আমি তার কাছে গিয়ে যাতে আজকের দিন যজ্ঞ বন্ধ থাকে তার প্রস্তাব করি, তা হ’লে ভোমরাও পলাতে বেশ অবসর পাবে। সরোজিনী। পিতঃ ! আপনিই তো তখন ব’ল্ছিলেন যে,