পাতা:সরোজিনী নাটক.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ᎼᎼᏄ আমাকে বলি দেবার জন্তে দেবী চতুভূজ আদেশ করেছেন, এখন র্তার আদেশ লজঘন ক’ল্লে কি মঙ্গল হবে ? মহিষী ৷ আয় বাছ আয়, তোর আর সে সব ভাবতে হবে না। লক্ষ্মণ । বৎসে ! তোমার কিসে মঙ্গল, আর কিসে অমঙ্গল, তা আমি তোমার চেয়ে ভাল জানি । মহিষী। আয় বাছা-অায়—আর বিলম্ব করিস নে ! (সরোজিনীর হস্ত আকর্ষণ পূর্বক মহিষীর প্রস্থান— রোষেনারা মোনিয়া ও রক্ষকগণ প্রভৃতির প্রস্থান । ) লক্ষ্মণ । (স্বগত) মাতঃ চতুভুজে! বিনীত ভাবে তোমার নিকট প্রার্থনা কচ্চি, তুমি ওদের নিস্কৃতি দাও—আর ওদের এখানে ফিরিয়ে এন না, আমি অন্ত কোন উৎকৃষ্ট বলি দিয়ে তোমার তুষ্টি সাধন করব। তাতে কিছুমাত্র সন্দেহ ক'র না। (লক্ষণসিংহের প্রস্থান । ) -os দ্বিতীয় গর্ভাস্ক । মন্দির-সমীপস্থ গ্রাম্য পথ । (রোষেনার ও মোনিয়ার প্রবেশ।) রোষেনার। আমার সঙ্গে আয় মোনিয়া—উদিকে আমাদের পথ নয় ।