চতুর্থ অঙ্ক । ১২১. তৃতীয় গর্ভাঙ্ক। حسبعهم جيم هنيس. মন্দির-সমীপস্থ বন । (রাজমহিষী, সুরদাস ও কতিপয় রক্ষবের প্রবেশ । ) মহিষী। সুরদাস । সরোজিনী, রামদাস ওরা কি শীঘ্র বন ছাড়াতে পারবে ? সুরদাস । দেবি, তারা যে পথ দিয়ে গেছেন, তাতে বোধ হয় এতক্ষণ বন ছাড়িয়েচেন । দুই দল পৃথক হয়ে যাওয়াতে পালাবার বেশ সুবিধা হয়েছে। আর বিশেষ রাজকুমারী যে গুপ্ত পথ দিয়ে গেছেন, তাতে ধরা পড়বার কোন সম্ভাবনা নাই । মহিষী । (স্বগত) আহা, বাছ। এই কাটা বন দিয়ে অত পথ কি ক'রে হেঁটে যাবে? আমাদের অদৃষ্টে কি এই ছিল ? আমি হচ্চি সমস্ত মেওয়ারের অধীশ্বরী—ভামায় কিনা এখন চোরের মতন বন বাদাড় দিয়ে যেতে হচ্চে ! যাই হোক এখন যদি আমার সরোজিনী রক্ষা পায় তা হ’লেই সকল কষ্ট সার্থক হবে। ( নেপথ্যে—এই দিকে—এই দিকে )——tখকাখৈ) ঐ– কিসের শব্দ শুনতে পাচ্চি—সুরদাস! সতর্ক হও বোধ করি, সৈন্তগণ আমাদের ধ’ত্তে আস্চে ;–এ কি! আমাদের চারি দিক যে একেবারে ঘিরে ফেলেছে,—কি হবে ?
পাতা:সরোজিনী নাটক.djvu/১২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।