১২২ সরোজিনীনাটক । (চারিদিক বেষ্টন করত উলঙ্গ আসি হস্তে সৈন্যগণের প্রবেশ । ) সেনা-নায়ক। রাজমহিযি !—মেওয়ারের অধীশ্বরি —জননি!— · আমাদের সেনাপতি রণধীরসিংহের আদেশক্রমে আমরা আপনার পথ-রোধ ক’ত্তে বাধ্য হলেম । মহিষী। কি ! রণধীরসিংহের আদেশ ক্রমে ?—রণধীরসিংহ, যে আমাদের অধীনস্থ করপ্রদ এক জন ক্ষুদ্র রাজা, তার আদেশ ক্রমে ? সেনা-নায়ক। রাজমহিষি : আমরা এখন তারই অব্যবহিত অধীন, তিনি আমাদের সেনাপতি । মহিষী। আমি মনে ক’রেছিলেম, মহারাজের আদেশ ; রণধীর সিংহের আদেশ আজ আমাকে পালন ক'ত্তে হবে ?—পথ খুলে দাও, আমি যাব—পথ খুলে দাও, আমি বলচি । সেনা-নায়ক। দেবি ! মার্জন করবেন, আমাদের আদেশ নাই। মহিষী। আদেশ নাই ?—কার আদেশ নাই ? মেওয়ারের অধীশ্বরী আদেশ কচ্চেন, তোমরা পথ খুলে দাও। সেনা-নায়ক। দেবি ! আমাদের মার্জন করবেন। মহিষী। কি –সুরদাস! রক্ষকগণ! তোমরা থাকৃতে আমার এই অবমাননা ?
পাতা:সরোজিনী নাটক.djvu/১২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।