Wo সরোজিনী নাটক । ফতে। মোল্লাজি! বোধ করি, এইবার ভোমার নসিব ফেরেছে, আর বেশি রোজ নৈবিদ্যি খাতি হবে না। এহান হ’তে বার হাতি পাল্লিই মুই বাচি। ক্যান মত্তি এহানে তোমার সঙ্গে আয়েছেলাম। চাল কল। খাতি খাতি মোর জানুটা গেল। ও আল্লা ! সে দিন কবে হবে অাল্লা ! মহম্মদ । তুই ব্যাটা আমাকে বিপদে ফেলবি না কি ? অমন ক'রে আল্লাজি মোল্লাজি ব’লে চ্যাচাবি তো দেখতে পাবি। দেখ, খবরদার আমাকে মোল্লাজি বলিসনে, আমাকে ভৈরবণচাৰ্য্য ব’লে ডাকিস্ । ফতে। কি বল্ব ?—“চাচাজি” ?— মহম্মদ । আরে মর ব্যাটা চাচাজি কি রে, বল্ ভৈরবাচাৰ্য্য, এতো ভাল আপদেই পড়লেম দেখছি। ফতে। অত বড় কথাডা সোর মুদিয়ে বারোয় না, মুই করব কি ? মহম্মদ । বেরোয় না বটে ? দেপি এইবার বেরোয় কি না, ঘা কতো না দিলে তো তুই সোজা হবিনে। বল্ ব্যাট ভৈরবচাৰ্য্য, না হ’লে মেরে এখনি হাড় গুড়ো করে ফেল্ব। (মারিতে উদ্যত ) ফতে। দোহাই মোল্লাজি বলুচি, বলুচি, বলুচি,—মলাম, মলাম,—এইবার বলুচি,—ভরু চাচাজি—ও আল্লা ! মোল্লাজি মারি ফেলে গো আল্লা ! ভৈরব। চুপ কর, চুপ কর, অত চেঁচাসনে। ফতে। ও আল্লা ! মলাম আল্লা !
পাতা:সরোজিনী নাটক.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।