পঞ্চম অঙ্ক । ১২৫ এখান থেকে পালাতে পাল্লেই ভাল, তুমি সেখানে যেওনা— কেন বল দিকি আমাদের দুঃখ দেও—ম’ত্তে কি তোমার এতই সাধ ? সরোজিনী । পিতা আমাকে আর একটা যে আদেশ করেছেন, তা অপেক্ষ মৃত্যু শতগুণে প্রার্থনীয় ; দেখু অমল। আমার আর বাছতে সাধ নেই । অমলা। রাজকুমারি! মহারাজ আবার কি আদেশ করেচেন ? সরোজিনী। কুমার বিজয়সিংহের সঙ্গে বোধ হয় পিতার কি একটা মনান্তর উপস্থিত হয়েচে ; রাজকুমারের উপর তার এখন বিষ দৃষ্টি। আর, পিতা আমাকেও এইরূপ আদেশ করেচেন, যেন আমিও তাকে জন্মের মত বিস্তৃত হই । অমলা, দেখ দিকি এর চাইতে কি আমার মরণ ভাল না ? ( ক্ৰন্দন ) আমি বেঁচে থাকৃতে কুমার বিজয-সিংহকে কখনই বিস্তৃত হতে পারব না। আমি রামদাসকে কত বারণ কল্লেম, কিন্তু সে কিছুতেই শুনলে না,—সে আমার বলিদান রহিত করবার জন্তে ভাবার পিতার কাছে গেছে ;–কিন্তু দেখ অমলা, আমার বঁাচতে আর সাধ নেই, এখন আমার মরণ হ'লেই সকল যন্ত্রণার শেষ হয় । অমলা। ওমা! কি সৰ্ব্বনাশের কথা ! এত দূর হয়েছে তাতে আমি জানি নে । সরোজিনী । দেখ অমলা ! দেবতার সদয় হয়েই আমার মৃত্যু আদেশ করেছেন—এখন আমি বুঝতে পাচ্চি আমার উপর তাদের
পাতা:সরোজিনী নাটক.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।