>&b" সরোfজনী নাটক । মন উৎফুল্ল হয়েছে-এই আশা-ভরে আমি জনায়াসে প্রাণত্যাগ ক’ত্তে পারব ; তাতে আমি কিছুমাত্র কাতর হব না, আপনি নিশ্চিন্ত হোন। আমি মলেম তাতে কি, আমার মৃত্যু যদি আপনার অক্ষয় কীৰ্ত্তির সোপান হয়,—দেশ উদ্ধারের উপায় হয়, তা হলেই আমার মনস্কামনা পূর্ণ হবে। রাজকুমার! আমাকে এখন জন্মের মত বিদায় দিন— - - বিজয় । না, রাজকুমারি, আমি কখনই পারব না। কে তোমায় বলে যে, চতুভূজ দেবী এই রূপ দৈববাণী করেছেন ঃ এ কথা যে বলে, সে দেবতাদের অবমাননা করে, দেবতারা কি কখন নিৰ্দ্ধোন্ত্রী অবলার রক্তে পরিতৃপ্ত হন । এ কথা কখনই বিশ্বাসযোগ্য হন্তে পারে না। আমরা যদি দেশের জন্য প্রাণপণে যুদ্ধ করি, তা হলেই দেবতারা পরিতুষ্ট হবেন ; সে জন্ত তুমি ভেবে না। এখন, আমার এই বাহু যুগল যদি তোমার জীবন রক্ষা কতে পারে, তা হলেই আমি মনে করব, আমার সকল গৌরব লাভ হ’ল-আমার সকল কামনা সিদ্ধ হ’ল। এস রাজকুমারি—আর বিলম্ব ক'র না—আমার অনুবৰ্ত্তিনী হও । - সরোজিনী। রাজকুমার! আমাকে মার্জন করবেন, কি ক’রে, আমি পিতার অবাধ হব ? আমি যে তার নিকট মহা ঋণে বদ্ধ আছি—র্তার আজ্ঞা পালন ভিন্ন সে ঋণ হতে কি ক’রে মুক্ত হব ? বিজয়। সস্তানের প্রতি পিতার যেরূপ কর্তব্য, তা কি তিনি
পাতা:সরোজিনী নাটক.djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।