পাতা:সরোজিনী নাটক.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nలిసి সরোজিনী নাটক । বঁাচাবার চেষ্টা করা বৃথা—শিবিরের সকল সৈন্তই পিতার বিদ্রোহী হয়েছে মা ! তারও এতে কিছু দোষ নেই। রাজমহিষী। বাছা! তুমি তো কিছুতেই তার দোষ দেখতে পাঞ্ছনা; তার এতে মত না থাকলে কি এ সব কিছু হতে পারতো ? , সরোজিনী। মা ! তিনি আমাকে বাচাভে অনেক চেষ্টা ক'রে ছিলেন । মহিষী । বাচাতে চেষ্টা করেছিলেন বৈ কি !—সে কেবল তার প্রবঞ্চনা-চাতুরী। সরোজিনী। দেবতাদের হতেই তার সকল সুখসৌভাগ্য— কেমন ক’রে তাদের আদেশ তিনি অগ্রাহ করবেন ?—ম ! আমার মৃত্যুর জন্যে কেন তুমি এত ভাবৃঢ় ?—ডামি গেলেও তো আমার বার জন ভাই থাকবেন, মা ! তাদের নিয়ে ভূমি মঙ্গী হতে পারবে । মহিষী। বাছা! তুইও কি নিষ্ঠুর হলি ? কোন প্রাণে তুই আমার ছেড়ে যাবি বল্ দিকি ? বাছা! আমায় ছেড়ে গেলেই কি তুই সুখী হোস্ ? হা-একি —ঐ পিশাচের যে এই দিকেই আসচে। এইবার দেখুচি আমার সর্বনাশ হ’ল । ( সেনানায়কের সহিত কতিপয় সৈন্যের প্রবেশ।) সেনানায়ক। (সরোজিনীর প্রতি) রাজকুমারি! আপনাকে মন্দিরে লয়ে যাবার জন্ত মহারাজ আমাদের পাঠিয়ে দিলেন।