সরোজিনী। মা, আমি তবে চল্লেম, এইবার অভাগিনীকে জন্মের মত বিদায় দাও—মা, এইবার শেষ দেখা—এ জন্মে বোধ হয় আর দেখা হবে না। (ক্রন্দন)
মহিষী। বাছা আমাকে ছেড়ে তুই কোথায় যাবি? আমি তোকে কখনই ছাড়ব না, আমিও সঙ্গে যাব। সত্যই যদি চতুর্ভূজা দেবী বলি চেয়ে থাকেন, তা হ’লে আমি প্রস্তুত আছি—মহারাজ আমায় বলি দিন।
সরোজিনী। মা, ও কথা বল না, চতুর্ভূজা দেবী আমার রক্ত ভিন্ন আর কিছুতেই তৃপ্ত হবেন না। মা, আমার জন্যে তুমি কেন ভাবচ? আমার মরতে একটুও দুঃখ হবে না। আমি সুখে মরতে পারব। কেবল তোমাকে যে আর এ জন্মে দেখতে পাব না, এই জন্যেই আমার—(ক্রন্দন)
সেনানায়ক। রাজকুমারি, আর বিলম্ব ক’রে কাজ নেই। মহারাজ আপনার কাছে এই কথা বলতে বলে দিয়েছেন যে, যদি পিতার অবাধ্য হ’তে আপনার ইচ্ছা না থাকে, তা হ’লে আর তিলাৰ্দ্ধ বিলম্ব করবেন না।
সরোজিনী। মা, আমি তবে চল্লেম। আর কি ব’ল্ব?— আমার এখন একটা কথা রেখো, আমার মৃত্যুর জন্যে যেন পিতাকে তিরস্কার ক'র না। এই আমার শেষ অনুরোধ। এখন আমি জন্মের