পঞ্চম অঙ্ক । >○> ভহন মোর কাপড় চোপড় কাড়ি লয়ে এক গালে চুণ আর এক গালে কালি দে হাকায়ে দেলে। মোর আবস্থার কথা তোমার কাছে আর কি কব চাচাজি । ভৈরব। আর কোন কথা তো তুই প্রকাশ করিসূ নি ?--তা হলেই সৰ্ব্বনাশ । ফতে। মোর প্যাটের কথা কেউ জানতি পারবে ?—এমন বোকা মোরে পাউনি। মোর জান যাবে, তবু প্যাটের কথা কেউ জানতি পারবে না। ভৈরব। ভাল, তোর প্যাটের কথাই যেন কেউ না জানতে পাল্লে, কিন্তু তোর কাছে যে আমার চিটির নকলগুল ছিল, সে সব ভে ফেলে আসিস নি ? ফতে। ঐ যাঃ –চাচাদি । সে গুল মোর বুড়কির মদি ছাল চাচাজি ! ভৈরব। (সচকিত ভাবে ) অ্যা?—ব্যাটা করিচি কি ! সৰ্ব্বনাশ করিচিস্ ? ফতে। মোর কাপড় চোপড় কাড়ি দ্যালে তো মুই করব কি ! মুই যে জান লয়ে পেলিয়ে এস্তে পারেছি এই মোর বাপৃপার ভাগ্যি। ভৈরব। (স্বগত) তবেই তো সৰ্ব্বনাশ! এখন কি করা যায় ?--তবে কি না চিটগুল ফার্সিতে লেখা, তাই রক্ষে। হিন্দু ব্যাটাদের সাধ্যি নেই যে, সে লেখা বোঝে। না সে বিষয়ে কোন
পাতা:সরোজিনী নাটক.djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।