এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Ꮌ8• সরোজিনী নাটক । ভয় নেই। ( প্রকাশ্যে) দেখ, তোকে ফের দিল্লি যেতে হচ্চে। এই চিটিটা বাদসার কাছে নিয়ে যা—পারবি তো ? ফতে। পারব না ক্যান ? মুই এহনি নিয়ে যাচ্চি। এহান হতি মুইতে যাতি পাল্লিই বাচি। ভৈরব। তবে এই নে (পত্র প্রদান ) দেখিস, এবার খুব সাবধানে নিয়ে যাস্ । । ফতে। মোরে আর বল ভি হবে না—মুই চল্লাম—স্যালাম চাচাজি । ( ফতেউল্লার প্রস্থান । ) ভৈরব । যাই—দেখিগে, মন্দির-প্রাঙ্গণে বলিদানের কিরূপ উদ্যোগ হ’চ্চে। বোধ হয় এতক্ষণে সব প্রস্তুত হয়ে থাকৃবে । (ভৈরবচার্য্যের প্রস্থান । )