পাতা:সরোজিনী নাটক.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । S8S তৃতীয় গর্ভাস্ক। চতুভূজ দেবীর মন্দির-প্রাঙ্গণ ৷ ( ধূপধুনা প্রভৃতি বলিদানের সজ্জা—সরোজিনী যজ্ঞবেদির সম্মুখে উপবিষ্টা—লক্ষণসিংহ স্নানভাবে দণ্ডায়মান— পুরোহিত ভৈরবীচার্ষ্য আসনে উপবিষ্ট—লক্ষণসিংহের নিকট রণধীর দণ্ডায়মান-চতুঃপাশ্বে সৈন্যগণ ।) ভৈরবাচার্য্য। মহারাজ। আর বিলম্ব নাই, বলিদানের সময় হয়ে এসেছে, এইবার অনুমতি দিন । লক্ষ্মণ । অামাকে এখন জিজ্ঞাসা করা যা,—আর ঐ প্রাচীরকে জিজ্ঞাসা করাও তা—আমার অনুমতিতে তোমাদের এখন কি কাজ হবে ?—এখন ঐ রক্তপিপাসু রণধীর-সিংহকে জিজ্ঞাসা কর—এই উন্মত্ত রাজপুত সৈন্তাদের জিজ্ঞাসা কর—আমার কথা এখন কে শুনবে ?—আমার কর্তৃত্ব এখন কে মানবে ? রণধীর। মহারাজ ! দৈবের প্রতিকূলে সঙ্গম করা নিষ্ফল । ভৈরব। মহারাজ ! শুভক্ষণ উত্তীর্ণ হয়ে যায়, আর বিলম্ব করা যায় না।—জয় চতুভূজা দেবীর জয়!