পাতা:সরোজিনী নাটক.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ সরোজিনী নাটক । সৈন্তগণ । (কলরব করত) জয় চতুভূজ দেবীর জয়! মহারাজ শীঘ্ৰ আদেশ দিন—আর বিলম্ব করবেন না— সরোজিনী। পিতঃ ! অনুমতি দিন, আর বিলম্বে ফল কি ? দেখুন, আমার রক্তের জন্তে সকলেই লালায়িত হয়েছে, আপনার এই হতভাগিনী দুহিতাকে জন্মের মত বিদায় দিন । লক্ষ্মণ । (ক্ৰন্দন ) নাম, আমি তোমাকে কিছুতেই বিদায় দিতে পারব না। বৎসে! তুমি আমাকে ছেড়ে যেও না, যদিও আমি তোমার পিতা নামের যোগ্য নই, তবুও বৎসে, মনে ক’র না আমার হৃদয় একেবারেই পাষাণে নিৰ্ম্মিত। রণধীর! তুই তো আমার সর্বনাশের মূল, কি কুক্ষণেই আমি তোর পরামর্শ শুনেছিলেম।—কতবার আমি মন পরিবর্তন করেছি—আর কতবার তুই আমাকে ফিরিয়ে এনিছিল। না—আমি এ কাজে কখনই অনুমোদন করব না, রণধীর,—না, আমার এতে মত নেই—আমার রাজত্বই লোপ হোক, আর মুসলমানদেরই জয় হোক, বা দেশই উৎসন্ন হয়ে যাক, তাতে আমার কিছুমাত্র ক্ষতি-বৃদ্ধি নাই। সৈন্তগণ। অমন কথা বলবেন না মহারাজ-অমন কথা ব'ল্‌ বেন না । বাপ্পারাওর বংশে ওরূপ কথা শোভা পায় না । সরো। পিতঃ, আমার জন্তে আপনি কেন তিরস্কারের ভাগী হ’চ্চেন ? যদি আমার এই ছার জীবনের বিনিময়ে শত শত কুলবধু অস্পৃশ্য অপবিত্র যবনহন্ত হতে নিস্তার পায় তা হলেই