পাতা:সরোজিনী নাটক.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8ના সরোজিনী নাটক । হত্যাকাও হতে যাচ্ছিল ? (ভৈরবচাৰ্য্যের প্রতি) নিষ্ঠু র! পাষণ্ড! ভোর এই কাজ ? লক্ষ্মণ । না জানি কোন দেবতা এসে আমার সহায় হয়েছেন— তুমি যেই হও, আমার চক্ষের বন্ধন মোচন ক'রে দাও—আমি একবার দেখি, তামার সরোজিনী বেঁচে আছে কি না। বিজয়। মহারাজ, আপনার আর কোন ভয় নাই, আমি থাকৃতে আর কারও সাধ্য নাই যে রাজকুমারীর গাত্র স্পর্শ করে। আমি এখনি আপনার চক্ষের বন্ধন মোচন ক’রে দিচ্চি । লক্ষ্মণ । কে ?--বিজয়সিংহের কণ্ঠ-স্বর না ?—তাঃ বচলেম ! এইবার জানলেম আমার সরোজিনী নিরাপদ হ’ল । বিজয় । (স্বীয় সৈন্তের প্রতি সৈন্তগণ —মহারাজের চক্ষের বন্ধন শীঘ্ৰ মোচন ক'রে দাও । (সৈন্তগণ কর্তৃক মহারাজের বন্ধন মোচন ) রণধীর। দেখ বিজয়সিংহ ! তুমি এক পদ অগ্রসর হয়েছ কি, এই অসি তোমাকে যমালয়ে প্রেরণ করবে। বিজয় । (ভৈরবীচার্য্যকে পলায়নোদ্যত দেখিয়৷ স্বীয় সৈন্তগণের প্রতি ) সৈন্তগণ! দেখ দেখ, ঐ পাষণ্ড পুরোহিত পালাবার উদ্যোগ ক’চ্চে-তোমরা ওকে ঐখানে ধ’রে রাখ–আগে রণধীরের রণ-স8ধ মেটাই, তার পর ওরও মুণ্ডপাত কচ্চি। (সৈন্তগণের ভৈরবকে ধৃত করণ) ভৈরব । (সকম্পে স্বগত) তবেই তো দেখছি সৰ্ব্বনাশ! হা!