>Q の সরোজিনী নাটক । বিজয় । কি !—এর মধ্যেই ?— রণধীর। আর আপনার সঙ্গে আমার কোন বিবাদ নাই। বিজয় । সে কি মহাশয় ? রণধীর । আমি যে গণনায় ধ্রুব বিশ্বাস ক’রে, কেবল স্বদেশের মঙ্গল-কামনায় ও কর্তব্য-বোধে এতদূর পর্য্যন্ত করেছিলেম, একটা অবলা বালাকে নিরপরাধে বলি দিয়ে, আর একটু হ’লেই সমস্ত রাজপরিবারকে শোক-সাগরে নিমগ্ন ক’চ্ছিলেম—এমন কি, রাজদ্রোহী হয়ে আমাদের মহারাজের প্রতি কত অত্যাচার,—কত অন্তায় ব্যবহারই করেছি—সেই গণনায় বিশ্বাস ক’রেই আপনার সহিত যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেম। সেই গণনাই যখন ভুল হ'ল, তখন তো আমার সকলই ভুল। কি আশ্চৰ্য্য!—দেকুন দিকি আচাৰ্য্য মহাশয়! আপনার এক ভুলে কি ভয়ানক কাণ্ড উপস্থিত হয়েছে; আপনার দেখছি সকলই ক'ত্তে পারেন! আপনাকে আর কি ব’লব—আপনি ব্রাহ্মণ – নচেৎ— ভৈরব। মহাশয়! শাস্ত্রেই আছে—“মুনীনাঞ্চ মতিভ্ৰমঃ ৷ ” যখন মহারাজ বলিদানের বিরোধী হয়ে দাড়ালেন, আমার তখনই মনে একটু সন্দেহ হয়েছিল যে, যখন এতে একটা বাধা পড়ল, তখন অবশ্য এ বলি দেবতার অভিপ্রেত নয় ; আমার গণনার কোন ব্যতিক্রম হয়ে থাকৃবে। সেই জন্য আমিও একটু ইতস্ততঃ কচ্ছিলেম। তা যদি আমার মনে না হ’ত, তা হ’লে তো আমি কোন কালে কাৰ্য্য শেষ করে ফেলুড়েম। তার পর যখন আবার কুমার বিজয়সিংহ এসে
পাতা:সরোজিনী নাটক.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।