পঞ্চম অঙ্ক । () প্রতিবন্ধকতাচরণ কল্লেন, তখন আমার সন্দেহ আরও দৃঢ় হ’ল— তখন মহাশয় গণে দেখি যে, যা আমি সন্দেহ করেছিলাম তাই ঠিক। রণধীর । কি আশ্চৰ্য্য ! শক্ররা আমাদের গৃহদ্বারে ; কোথায় আমরা সকলে একপ্রাণ হয়ে তাদের দূর করুবার চেষ্টা করব, ন— কোথায় আমাদেরই মধ্যে গৃহ-বিচ্ছেদ হবার উপক্রম হয়েছে। মহারাজ ! আপনার চরণে আমার এই অসি রাখলেম, আপনি এখন বিচার ক’রে আমার প্রতি যে দণ্ড আদেশ করবেন, আমি তাই শিরোধাৰ্য্য করব । মহারাজ ! আমি গুরুতর অপরাধে অপরাধী। প্রাণদণ্ড অপেক্ষাও যদি কিছু অধিক শাস্তি থাকে, আমি তারও উপযুক্ত। লক্ষ্মণ। সেনাপতি রণধীর, তোমার অসি তুমি পুনগ্রহণ কর। তোমার লক্ষ্য যেরূপ উচ্চ ছিল, তাতে তোমার সকল দোষই মার্জনীয়। আমার সরোজিনী রক্ষণ পেয়েছে, এই আমি যথেষ্ট মনে করি, বৎস বিজয়সিংহ। তোমার কাছে অ’মি চির-কৃতজ্ঞতা-পাশে আবদ্ধ হ’লেম । রণধীর । ভৈরবাচার্য্য মহাশয় ! এখন গণনায় কিরূপ দেখলেন ? কি প্রকার বলি এখন আয়োজন করতে হবে বলুন । কেন না, যতই আমরা সময় নষ্ট করব, ততই মুসলমানের সুযোগ পাবে। লক্ষ্মণ। রণধীরসিংহ ঠিকৃই বলেছেন, এই ব্যাল কাৰ্য্য শেষ ক'রে ফেলুন। বৎস বিজয়সিংহ ! এই লও—সরোজিনীকে তোমার হস্তে সমর্পণ ক’ল্লেম, তুমি এখন ওকে মহিষীর নিকট ল’য়ে যাও। তিনি দেখবার জন্য বোধ হয় অত্যন্ত ব্যাকুল হয়েছেন।
পাতা:সরোজিনী নাটক.djvu/১৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।