సి মহম্মদ। ফের ব্যাট গোল কচ্চিস্ ! সিদে কথা তোকে বল্লে বুঝি হয় না ? বাঙ্গাল দেশের এই চাষাটাকে নিয়ে তো দেখচি ভারি বিপদেই পড়েছি। ফতে । এই যাচ্চি বাবা । এমৃনেও ম’রব—অমনেও ম'ব্লব ; এই যাই—মোল্লাজি, থোড়া দেড়িয়ে যেও বাবা ! (মহম্মদ আলির মন্দির মধ্যে প্রবেশ ও অভ্যন্তর হইতে দ্বার বদ্ধ করন । ) ফতে । ও মোল্লাজি! মোরে এহানে এক ফেলি কোয়ানো গেলে ? মোল্লাজি! মেহেরবাণী ক’রে একবার দরজাটা খোল বাবা ! আমার যে বুকটা গুর গুরু কচ্চে। ও মোল্লাজি! ও মোল্লাজি! ও চাচাজি । ভৈরব। (মন্দিরের অভ্যস্তর হইতে) ব্যাটা যেন কচি থোকা আর কি। গাধার মত চিৎকার কচ্চে দেখ না, ফের যদি চেচাবি তো দেখতে পাবি । ফতে । (স্বগত) ও বাবা ! কি মুকিলেই পড়লাম গা–(কম্পমান) নসিবে যে আজ কি আছে বল্তি পারি না । (চমকিত হইয়া) ও বাবা রে! পায়ে কি ঠাকুলে। এই অণদারে অ্যাহন কোয়ানে যাই ? মড়ার খুলি না খুজি আনতি পাল্পিও তে৷ চাচাজি ছাড়বে না,— অ্যাহন উপই কি ? ( ফতে উল্লার প্রস্থান ) (লক্ষমণসিংহ ও রণধীরসিংহের প্রবেশ । ) লক্ষ্মণ । এই খানে দেবী আমার নিকট আবিভূত হয়েছিলেন। &
পাতা:সরোজিনী নাটক.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।