পাতা:সরোজিনী নাটক.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অঙ্ক।
১৫৩

শনিবার রজনীর শেষ যামার্দ্ধে, হয়েছিল, এই হেতু গণনায় কালরাত্রি দোষ বর্ত্তেছে। আমাদের জ্যোতিষ শাস্ত্রেই আছে যে,——

“রবৌ রসাব্ধী সিতগৌ হয়াব্ধী

দ্বয়ং মহীজে বিধুজে শরাশ্বৌ।

গুরৌ শরাষ্টৌ ভৃগুজে তৃতীয়া

শনৌ রসাদ্যস্তমিতি ক্ষপায়াম্॥”

মহাশয়! আপনার জানবেন যে, এই দোয গণনার পক্ষে বড় বিঘ্নকারী, গণনা যদি ঠিকও হয়, তবু এই কাল-বেলা-দোষে অর্থ বিপরীত হয়ে পড়ে। এখন গণনায় যেরূপ সিদ্ধান্ত হয়েছে, তা আপনাদের বলি, সেইরূপ আপনারা এখন কার্য্য করুন।

সৈন্যগণ। বলুন মহাশয়, শীঘ্র বলুন—এখনি আমরা সেইরূপ কচ্চি।

ভৈরব। আচ্ছা, তোমাদের মধ্যে একজন এখনি যাত্রা কর, এই মন্দির-প্রাঙ্গণ-সীমার অৰ্দ্ধক্রোশ পরিমাণ ভূমির মধ্যে সুকোমল পদ্মপুষ্পসম লাবণ্যবতী পূর্ণযৌবনা যে কোন রূপসী তোমাদের দৃষ্টিপথে প্রথম পতিত হবে, সেই জানবে, বলিদানের যথার্থ পাত্র।

এক জন সৈনিক। আচার্য্য মহাশয়! আমি তার অন্বেষণে এখনি চল্লেম।

রণধীর। যাও—শীঘ্র যাও।

(সৈনিকের প্রস্থান।)