>や● সরোজিনী নাটক । মার মাত্র শব্দ উঠেছে—কেউ পালান্সে–কেউ দেড়চ্চে-রাজকুমারের আদি হতে মুহুর্মুহু অগ্নিস্ফূলিঙ্গ বেরুচ্চে—আর, মহা হুলস্থল বেঁধে গেছে । তিনি আমাকে দেণে কেবল এই কথা ব’লে দিলেন যে, “যাও রামদাস, রাজমহিষীকে সঙ্গে ক’রে এখানে নিয়ে এল— আমি এখনি সরোজিনীকে উদ্ধার ক'রে তার হস্তে সমর্পণ ক'চি ৷ ” আমি তাই দেবি, আপনাকে নিতে এসেছি—আপনি আর কিছু ভয় করবেন না-মহারাজের সৈন্যেরা সব পালিয়ে গেছে। রাজমহিষী। চল রামদাস চল—তুমি যে সংবাদ দিলে, তাতে আশীৰ্ব্বাদ করি, তুমি চিরজীবী হও । রামদাস তুমি বেশ জানবে, এখন আর কোন বিপদই আমাকে ভয় দেপাতে পারে না । যেখানে তুমি যেতে বলবে, আমি দেই খানেই যেতে প্রস্তুত আছি। কিন্তু একি ?—বিজয়সিংহ না এইখানে আস্চেন ? ষ্ট। তিনিই তো ; তবে দেখছি আমার বাছা জার নেই—রামদাস ! বোধ হচ্চে সব শেষ হ’য়ে গেছে । বিজয়সিংহের প্রবেশ । বিজয়। না দেবি! আপনার কিছুমাত্র ভয় নাই, শান্ত হোন, আপনার কন্যা বেঁচে আছেন। এখনি তাকে দেখতে পাবেন। রাজমহিষী। কি বল্পে বাছা—আমার সরোজিনী বেঁচে আছে ? কোন দেবতা তাকে উদ্ধার কল্লেন ? কার কৃপায় আবার আমি দেহে প্রাণ পেলেম । বল বাছ বল, শীঘ্ৰ বল ।
পাতা:সরোজিনী নাটক.djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।