পাতা:সরোজিনী নাটক.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । >Wり> छि । দেবি ! স্থির হয়ে শ্রবণ করুন, রাজপুতানা এমন ভয়ানক দিন আর কখনও দ্যাখে নি। সমস্ত শিবিরের মধ্যেই অরাজকতা, বিশৃঙ্খলতা, উন্মত্তত ; সকল রাজপুতেরাই রাজকুমারীর বলিদানের জষ্ঠ ভয়ানক ব্যগ্র, মন্দিরের চারি দিকে অসংখ্য সৈন্ত উলঙ্গ অসি হস্তে দণ্ডায়মান, কাহাকেও প্রবেশ করতে দিচ্চে না, এমন সময় আমি কতিপয় সৈন্ত লয়ে তাদের মধ্য দিয়ে পথ উন্মুক্ত ক'ল্লেম। তখন ঘোরতর যুদ্ধ উপস্থিত হ’ল, রক্তের নদী বইতে লাগল, মৃতে ও আহতে রণস্থল একবারে আচ্ছাদিত হয়ে গেল। এইরূপ যুদ্ধ হতে হতে, শত্রুদিগের মধ্যে হঠাৎ একটা আতঙ্ক উপস্থিত হ’ল। তখন তার প্রাণ-ভয়ে যে কে কোথা পালাতে লাগল, তার কিছুই ঠিকানা রইল না। এইরূপে আমি বলপূর্বক মন্দিরের মধ্যে প্রবেশ ক'ল্লেম। প্রবেশ ক'রে দেখি,—মহারাজ ‘মের না মের না’ বলে চীৎকার ক’চ্চেন--আর ভৈরবচাৰ্য্য অসি উঠিয়ে আঘাত করতে উদ্যত হয়েছে-~ঐ যেমন আঘাত করবে, অমনি আমি তার হাতটা ধরে অস্ত্র কেড়ে নিয়ে, তার সমুচিত শাস্তি দিতে উদ্যত হ’লেম ; এমন সময় সে ব'ল্লে যে, যখন এই বলিদানে এত বাধা পড়ছে, তখন বোধ হয় গণনার কোন ব্যতিক্রম হয়ে থাকবে। এই বলে পুনৰ্ব্বার গণনায় প্রবৃত্ত হ'ল ; তার পর গণনা করে বলে যে তার পূর্ব গণনায় বাস্তবিকই ভুল হয়েছিল,-এ বলি, দেবীর অভিপ্রেত নয়, তখন সকলেই সন্তুষ্ট হ’লেন, ও মহারাজ আহলাদিত হয়ে রাজকুমা রীকে আমার হস্তে সমর্পণ করেন। পরে রাজকুমারীকে লয়ে আমি S>