পাতা:সরোজিনী নাটক.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ সরোজিনী নাটক । মন্দির হতে চলে এলেম । তিনি অত্যন্ত ক্লান্ত হয়েছেন বলে, আমি শিবিরের অপর প্রাস্তে র্তাকে রেখে, এই সংবাদ আপনাকে দিতে এসেছি। তাকে এখনি ডামি নিয়ে আসূচি, আপনার আর কোন চিন্তা নাই । রাজমহিষী। অা বাছলেম। বাছা তুমি চিরজিবী হও । আর তাকে নিয়ে আসতে হবে না—আমিই সেখানে যাচ্চি। বাছা তোমাকে আমি এখন কি দেব ?—কি মূল্য দিয়ে–কি উপহার দিয়ে এখন যে তোমার উপকারের প্রতিশোধ করব—ত ভেবে পাচ্চি নে বিজয়। আমি আর কিছুই চাই নে, আপনার আশীৰ্ব্বাদই আমার যথেষ্ট । দেবি, আর যেতে হবে না, রাজকুমারী স্বয়ংই এইখানে আসচেন । এই যে, মহারাজ ও যে এই দিকে আস্চেন । রাজমহিষী ৷ কৈ ?—কৈ ?—আমার সরোজিনী কোথায় ? (লক্ষণসিংহ ও রাজকুমারীর প্রবেশ।) রাজকুমারী। কৈ ?—ম কোথা ? রাজমহিষী। (দৌড়িয়া গিয়া আলিঙ্গন এস বাছ আমার হৃদয়-রত্ন এস ! (উভয়ের পরস্পর আলিঙ্গনে বদ্ধ হইয়া কিয়ৎকাল স্তম্ভিতভাবে ও বাষ্পকুল-লচনে অবস্থান।) লক্ষণসিংহ। এস, বৎস বিজয়সিংহ ! (আলিঙ্গন ) তোমারি প্ৰসাদে পুনর্বার আমরা সুখী হলেম।